বাড়লো লোকাল ট্রেনের সংখ‍্যা : রাজ‍্যে চলবে ৬৯৬ টি ট্রেন জানালেন রেলমন্ত্রী

9th November 2020 11:16 am কলকাতা
বাড়লো লোকাল ট্রেনের সংখ‍্যা : রাজ‍্যে চলবে ৬৯৬ টি ট্রেন জানালেন রেলমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যাত্রী স্বাচ্ছন্দ্য এর কথা মাথায় রেখে ট্রেন সংখ‍্যা বাড়ানোর কথা বলেছিলেন । আগামী বুধবার থেকে রাজ‍্যে চালু হচ্ছে লোকাল ট্রেনের পরিষেবা । তার আগেই স্বস্তির কথা জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীষুষ গোয়েল । টুইটারে জানিয়েছেন , রাজ‍্যে ৬৯৬ টি ট্রেন চলবে । তবে সকলকেই করোনা সংক্রমণ রোধে বিধি মানতে হবে । মাস্ক পড়া সকলের ক্ষেত্রে বাধ‍্যতামূলক বলে ঘোষনা করেছেন তিনি । স্বাভাবিক ভাবেই ট্রেন সংখ‍্যা বৃদ্ধি হবার ফলে খুশি সকলেই । ইতিপূর্বে এক ই দাবী করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । ট্রেন সংখ‍্যা কমালে সমস‍্যা বাড়াবে । প্রথম থেকেই ট্রেন সংখ‍্যা বাড়াতে হবে বলে জানিয়েছিলেন তিনি । জানা গেছে পূর্ব রেল চালাবে ৬১৫ টি ট্রেন এবং দক্ষিন পূর্ব রেল চালাবে ৮১ টি ট্রেন । ট্রেনের টাইমটেবিল প্রত‍্যেকটা স্টেশনেই যেমন পাওয়া যাবে তেমনি রেলের ওয়েবসাইটেও পাওয়া যাবে । শিয়ালদহ ডিভিশনে ৪১৩ টি ও হাওড়া ডিভিশনে চলবে ২০২ টি ট্রেন । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।